রংপুরের পীরগঞ্জে বাড়ি ভাংচুর ও সন্ত্রাসী হামলা গুরুতর আহত- ৪, গ্রেফতার- ১ 94 0
রংপুরের পীরগঞ্জে বাড়ি ভাংচুর ও সন্ত্রাসী হামলা গুরুতর আহত- ৪, গ্রেফতার- ১
পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জের ১৩ নং রামনাথপুর ইউনিয়নে বড় মজিদপুর ওয়ার্ড সভাপতি কর্তৃক সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে ৪ জন গুরুতর আহত। পুলিশ হামলার ঘটনায় আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি রুহুল আমিন (৪০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
ঘটনার বিবরণী প্রকাশ, উক্ত গ্রামের মৃত. শাহ আলম সরকার এর পূত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন একই গ্রামের বৃদ্ধ সাদেক সরকার কে বয়স্ক ভাতার কার্ড করার কথা বলে মূল ভোটার আইডি কার্ড এবং ১৫ শত টাকা গ্রহণ করে। দীর্ঘদিনেও বয়স্ক ভাতার কার্ড করে দিতে ব্যর্থ হওয়ায় গত ৮ সেপ্টেম্বর জাতীয় সনদের মূল কপি ও প্রদানকৃত ১৫ শত টাকা ফেরত চায় বৃদ্ধ সাদেক সরকার। এতে ক্ষিপ্ত হয় রুহুল আমিন এবং গত ৯ সেপ্টেম্বর এরই জের ধরে বিকেল আনুমানিক ৩ ঘটিকায় লোকজনসহ সাদেক সরকার এর বাড়িতে লাঠি সোঠা ও ধারল দেশীয় বিভিন্ন অস্ত্র দ্বারা সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরসহ বাড়ির লোকজন কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করতে থাকে। হামলায় বৃদ্ধ সাদেক সরকারসহ, সুজন মিয়া, মাহবুবার রহমান ও সাদা রাণী গুরুতর আহত হন। পরে গ্রামবাসি এগিয়ে এসে তাদের আশংকা জনক অবস্তায় উদ্ধার পূর্বক পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ব্যাপারে গত ১০ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলা নং- ১৯, মামলার পর পুলিশ রুহুল আমিন (৪০) কে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করে। এলাকাবাসি বাড়ি ভাংচুরসহ সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।